হিজলা প্রতিনিধি // বরিশালের হিজলায় হঠাৎ ঝড়ের তান্ডবে বিধ্বস্ত হয়েছে হাসপাতালের এম্বুলেন্স সহ আশেপাশের এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি।ডুবে গেছে উপজেলা সদর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ইনজাম।
লঞ্চ দূঘটনায় কোন হতাহত বা নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি।লন্ডভন্ড হয়েছে গাছপালা বিদ্যুৎ সংযোগ।সকাল ১২ টা পযন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া সকালে হিজলা গৌরবদী ইউনিয়নের চরকিল্লা গ্রামের কালাম রাড়ি তার ছেলেকে নিয়ে নদীতে মাছ শিকার করতে গিয়ে বাবা ছেলে ঝড়ের কবলে পড়ে।
তখন বাবা ফিরে আসলে ও নিখোজ রয়েছে ছেলে মাসুদ রাড়ি(১৪)। সকাল সাতটার দিকে প্রবল বাতাস ও বৃষ্টিতে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর, বাউশিয়া সহ বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ের ঘর ভেঙ্গে যাওয়া ক্ষতিগ্রস্ত ভ্যান চালক সালাউদ্দিন হাওলাদার কান্নায় ভেঙ্গে পড়ে বলেন আমার একমাত্র মাথা খোজার ঠাইটুকু ঝড়ের কবলে ভেঙ্গে যায়।এখন নতুন করে ঘর করে থাকার র্সামথ নাই।
বড়জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার জানায় যে পরিমাণের ক্ষতি হয়েছে তার একটি তালিকা উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তাকে দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা মাজেদুল হক কাওসার বলেন বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে দ্রুত সমাধান না করলে রোগীদের চিকিৎসা দিতে বিঘ্ন ঘটতে পারে।উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বকুল চন্দ্র কবিরাজ জানায় বন্যার সংবাদ পেয়েছে তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা নির্ণয় করার জন্য কমিটি করে দেয়া হয়েছে।
Leave a Reply