নিহত ঐ এনজিও কর্মীর নাম মো রেজাউল করিম (২৮)। এ ঘটনায় একজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতের নাম শাহিন আলী (২২)। শাহিনের গ্রামের বাড়ি রাজশাহীতে। তিনি সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া ভাওয়ালী পাড়া এলাকায় আসাদুজ্জামানের বাসার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বুধবার (১৪ই জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রেজাউল করিম পাবনার ভাঙ্গুড়িয়া থানার চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি ব্রাক ব্যাংকের মাঠকর্মী হিসেবে এই এলাকায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের ভাড়া বাসার নিচ তলায় এক গার্মেন্টস কর্মীর বাসায় মো. রেজাউল করিম কিস্তির টাকা আনতে যান। পরে দুপুর ৩টার দিকে ওই বাসার সিঁড়ির নিচে তার মরদেহ দেখতে পেয়ে প্রতক্ষদর্শীরা ৯৯৯-এ কল দেয়। পরে সাভার ট্যানারি ফাঁড়ির পুলিশ এসে নিহতের মরদেহে উদ্ধার করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ি ইনচার্জ রাসেল মোল্লা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, নিহত ব্যক্তির অণ্ডকোষে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে একটি মামলা পক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply