1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে নেতাকর্মীদের ঢল কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- রহমাতুল্লাহ রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র শুভেচ্ছায় সিক্ত জিয়াউদ্দিন সিকদার সৈয়দ আকবরসহ ক্ষতিগ্রস্ত নেতাদের পাশে বরিশাল নগর বিএনপি ! বরিশালে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ করলেন কেন্দ্রীয় নেতা রহমাতুল্লাহ দেশের সার্বভৌমত্ব ধ্বংস করেছে আওয়ামী লীগ – আবু নাসের মো: রহমাতুল্লাহ হাট সুপার শপের গ্র‍্যান্ড র‍্যাফেল ড্র ২০২৪ অনুষ্ঠিত দেশের গণতন্ত্রকে রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আবু নাসের রহমাতুল্লার সভাপতি জিয়াকে নিয়ে ভিত্তিহীন বক্তব্য, বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’র নিন্দা

দুর্ভোগের আরেক নাম শেবাচিমের মেডিসিন বিভাগ !

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৯৯ 0 সংবাদ টি পড়েছেন
হৃদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ইউনিট-২ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছেন পটুয়াখালীর দুমকি থেকে আসা সোলায়মান। কিন্তু সেবা নিতে এসে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। এই ইউনিটটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত থাকার কথা থাকলেও তা নেই। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র নষ্ট থাকায় প্রচন্ড গরমে ইউনিটজুড়ে বিরাজ করে গুমোট পরিবেশ। এই ইউনিটে ৬টি এসিই বিকল হয়ে পড়ায় রোগীদের দুর্ভোগের শেষ নেই।

একই ওয়ার্ডে এক সপ্তাহ ধরে ভর্তি আছেন বাকেরগঞ্জের মিন্টু খান (৬০)। পাশে হাতপাখা নিয়ে বাতাস করছিলেন রোগীর পুত্রবধূ। তিনি বলেন, ‘ফ্যানের যে বাতাস, হ্যা গায় লাগে না। দ্যাহেন না ঘোরে কত আস্তে আস্তে। হেইতে বাইরে গোনে পাহা (পাখা) কিন্না আনছি।’

শুধু এই ওয়ার্ডেই নয়, মহিলা মেডিসিন ওয়ার্ডসহ অনান্য ওয়ার্ডগুলোর একই অবস্থা। তবে অভিযোগ রয়েছে, ওয়াডের্র সচল এসিগুলো চিসিৎসকদের কক্ষে ব্যবহার হচ্ছে। কয়েকজন রোগী ও স্বজনেরা ক্ষোভের সঙ্গে বলেন, সাত-আট মাস ধরে এসিগুলো খারাপ। গরমের ভিতরে রোগী নিয়ে আমাদের থাকতে হচ্ছে। এত বড় সরকারি হাসপাতালে এমন পরিস্থিতি দেখার কেউ নেই।

ওয়ার্ডের কয়েকজন স্টাফনার্সের সঙ্গে কথা বলে জানা যায়, শয্যা সংখ্যা কম হওয়ায় প্রতিদিন দ্বিগুণ-তিনগুণ রোগী এখানে ভর্তি হন। ফলে মেঝেতেও রোগীদের শয্যা দিতে হয়। আগে এসি সচল ছিল। এখন বিকল হয়ে পড়ায় রোগীদের দুর্ভোগ হয় ব্যাপক। তাঁরা নিজেরাও কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। একজন রেজিস্ট্রার এবং তিনজন চিকিৎসা কর্মকর্তা দিয়ে পালাক্রমে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁরা বলেন, হাসপাতালের মূল ভবনের ভেতরে বিভাগটি এমনভাবে নির্মিত, যেখানে দক্ষিণ ও পশ্চিম দিক থেকে বাতাস চলাচল করতে পারে না। ভবন নির্মাণে কৌশলগত ত্রুটির কারণেও ভেতরটা গরম হয়ে থাকে। ভেতরে এসি না চালিয়ে রাখলে পরিস্থিতি খারাপ হয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, চার বছর আগে নির্মিত ৫ তলা ভবনটিতে ২০২০ সালের মার্চে করোনা ইউনিট চালু করা হয়। সেসময় এসিগুলো সচল থাকলেও ব্যবহার করা হয়নি। পরে ভবনটি গত ডিসেম্বরের শেষভাগে মেডিসিন ওয়ার্ডের ৪টি ইউনিট স্থানান্তর করা হয়। কিন্তু এরপর থেকেই এসির সুবিধা পাননি রোগী ও স্টাফ নার্সরা।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহিন বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো কেন বন্ধ রয়েছে, তা গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ ভালো বলতে পারবেন। কারণ এসব বিষয় সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আমরা তেমন সাড়া পাচ্ছি না।’

এ বিষয়ে গণপূর্ত বিভাগের মেডিকেল উপবিভাগের উপসহকারী প্রকৌশলী ফিরোজ বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলো ব্যবহার না করায় কার্যক্ষমতা হারিয়েছে। বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুততম সময়ের মধ্যে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র সচল করা সম্ভব হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ