আজ সোমবার দুপুরে গোসল করে বাড়ি ফিরে ভিজা হাত দিয়ে টেলিভিশনের সুইচ খুলতে গিয়ে শেফালী বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা তাকে কালুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালুখালী হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাদত মিরাজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্র বিজয় শেখ নিহত হয়েছে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply