কক্সবাজার আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, আজ সকাল থেকে আকাশ মেঘলা হয়ে রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এজন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে মোখার প্রভাবে আজ শনিবার সকাল থেকে এখনো পর্যন্ত কক্সবাজারের কোথাও সূর্যের দেখা মেলেনি।
এ বিষয়ে কক্সবাজারের আবহাওয়াবিদ আবদুর বলেন, ‘সকাল থেকে সূর্য দেখা যায়নি। আকাশে শুধু মেঘ আর মেঘ।’
Leave a Reply