স্থানীয়রা জানান, বিকেলে মাহিমকে রেখে ঘরের কাজ করছিলেন তার মা মিতু আক্তার। এক পর্যায়ে সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশু মাহিম। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় শিশু মাহিমকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply