কামরুল হাসান রাজশাহীর বাগমারা উপজেলার কোনাবাড়িয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। তার কয়েদি নং-২০১৮/এ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কামরুল হাসান বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।। তিনি দীর্ঘদিন ধরেই স্ট্রোক, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply