সোমবার বেলা আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা।
সমাবেশে কেন্দ্র করে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পল্টন এলাকা। সমাবেশ কেন্দ্র করে সব ধরণের বিশৃঙ্খলা মোকাবিলায় সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
Leave a Reply