এদিকে এ ঘটনার পর গোলাম মাওলার ভয়ে ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় এসে মামলা করতে পারছে না। এমন খবর পেয়ে গতকাল বুধবার রাতে পুলিশ ওই কিশোরীসহ তার পরিবারকে থানায় নিয়ে আসে। এরপর শিশুটির মা বাদী হয়ে গোলাম মাওলার নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, গত ১২ এপ্রিল ইফতার শেষে সন্ধ্যার পর ওই কিশোরী দোকানে কলা আনতে যায়। তখন অভিযুক্ত গোলাম মাওলা কিশোরীর মুখ চেপে ধরে তার ক্লাব ঘরের পিছনের দরজা দিয়ে নিয়ে গিয়ে নির্জন কক্ষে ধর্ষণ করেন।
ওই কিশোরী স্থানীয় একটি মদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। সে জানায়, মাদ্রাসায় আসা যাওয়ার সময় প্রায়ই তাকে নানা প্রলোভন দেখিয়ে সখ্যতা গড়ার চেষ্টা করতেন গোলাম মাওলা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই কিশোরীর বাড়ির রাস্তার পাশে ইটের সেমি পাকা ঘর করে নিজস্ব ক্লাব খোলেন সাবেক মেম্বার গোলাম মাওলা। ক্লাবের পিছনে একটি রুম তৈরি করে সেখানে খাট-পালং বসিয়ে আড্ডা দিতেন। তিনি দুই সন্তানের জনক। এ ঘটনার পর থেকে ওই কিশোরীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এদিকে, বিষয়টি জানতে পেরে গোলাম মাওলার পরিবার ঘটনাটি ধামাচাপা দিতে তার বড় ভাই এসে ওই ক্লাবে তালা ঝুলিয়ে দেন। গোলাম মাওলার পরিবার প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে থানায় যেতে পারছে না ওই কিশোরীর পরিবার। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ওই কিশোরীসহ তার পরিবারকে থানায় নিয়ে আসে। এরপর শিশুটির মা বাদী হয়ে গোলাম মাওলার নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
এ অভিযোগ অস্বীকার করে সাবেক মেম্বার গোলাম মাওলা বলেন, ‘আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে।’
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, মামলাটির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে দোষীকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply