বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের দিকে ৫৭৭টি বাস, ৮৬২টি ট্রাক, ১ হাজার ৫৩১টি ছোট গাড়ি ও আড়াই হাজার মোটরসাইকেল পার করা হয়েছে। মোট ৫ হাজার চারশ ৭০টি যানবাহন পার করতে ফেরিগুলোকে ২০০টি ট্রিপ দিতে হয়েছে।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলে বাড়তি চাপ নেই বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী।
তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে। এখন পর্যন্ত এ নৌরুটে যাত্রীদের বাড়তি চাপ পড়েনি।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি চলাচল করায় এ নৌরুটে ভোগান্তি নেই।
Leave a Reply