নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধারের পাশাপাশি নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে এসময় অভিযানিক টিমের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন নারীর স্বামী মোহাম্মদ শহীদ প্যাদা। রোববার আগরপুর বেইলি ব্রিজ সংলগ্ন সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।
সংস্থাটি জানিয়েছে, গ্রেপ্তার নারী মোসা: সানজিদা আফরিন (২৬) এবং তার স্বামী মোহাম্মদ শহীদ প্যাদা চিহ্নিত মাদক বিক্রেতা। বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর উত্তর ভূতের দিয়া এলাকার বাসিন্দা শহীদ প্যাদা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত। ঘটনাবলীতে বাবুগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
অভিযান পরিচালনাকারী এনায়েত হোসেন বরিশালটাইমসকে জানান, মাদকের বড় একটি চালান বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামে ঢুকছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন সড়কে অবস্থান নেন। এসময় ইয়াবার চালানটি নিয়ে মোহাম্মদ শহীদ প্যাদা, তার স্ত্রী মোসা: সানজিদা আফরিন এবং সহযোগী পার্শ্ববর্তী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম (৪৪) স্থানটি অতিক্রম করার চেষ্টা করেন। তখন অভিযানিক টিমের সদস্যরা তাদের মধ্যে নারী সানজিদা আফরিন এবং জহিরুলকে গ্রেপ্তারে সক্ষম হলেও দৌড়ে পালিয়ে যায় শহীদ প্যাদা। পরক্ষণে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ঘটনাস্থলেই উদ্ধার করা হয়।
সংস্থাটি জানায়, এই ঘটনায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
Leave a Reply