নিহত মীম মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মো. শহীদুল দেওয়ানের মেয়ে। সে মদনপুরা সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
মীম আক্তারের মা আয়শা বেগম বলেন, মীম একটি পুরনো মোবাইল ব্যবহার করতো। সম্প্রতি মোবাইলটি নষ্ট হয়ে গেলে মেয়ে নতুন একটি মোবাইল কেনার বায়না ধরে। কিন্তু আর্থিক অভাবের কারণে নতুন মোবাইল কেনা তো দূরের কথা পুরনোটি ঠিক করার সামর্থ্য ছিলনা। এই ক্ষোভে ওই শিক্ষার্থী আজ সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওরনা পেচিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা পড়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply