ক্রীড়া ডেস্ক // বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর এবং কার্টিস ক্যাম্ফারের ৭৪ রানের জুটি ভাঙ্গার পর তাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। ৯২ বলে ৫০ করা টেক্টরকে বোল্ড করে এই জুটি ভাঙেন মিরাজ। এরপর হঠাৎ ধস নামে আইরিশ ব্যাটিং লাইনআপে।
পিটার মুরকে ফিরিয়ে দ্বিতীয় শিকার ধরেন তাইজুল। মিড অফে সহজ ক্যাচ নেন তামিম ইকবাল। ফিরতি ওভারে এসে ক্যাম্ফারকে (৩৪) লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই অভিজ্ঞ স্পিনার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ক্যাম্ফার। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইরিশদের সংগ্রহ ৬ উইকেটে ১২৪ রান।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শরীফুল ইসলাম আর খালেদ আহমেদকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেক থ্রু দেন শরীফুল। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মারে কামিন্স (৫)। ১১ রানে ভাঙে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। ১০ম ওভারে শিকার ধরেন এবাদত।
এই পেসারের বলে স্লিপে দুইবারের চেষ্টায় জেমস ম্যাককলামের (১৫) ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ২৭ রানে নেই ২ উইকেট। পরের ওভারেই আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন নাচক হলে রিভিউ নেয় বাংলাদেশ। আল্ট্রাএজে দেখা যায় বল ব্যাটে লাগেনি। বাংলাদেশের তৃতীয় সাফল্য আসে তাইজুলের ঘূর্ণিতে। লেগ বিফোর হয়ে ফিরেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি (১৬)।
Leave a Reply