প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টারে মোদি হটাও, দেশ বাঁচাও লেখা ছিল। দেশটিতে আম আদমি পার্টির (এএপি) ভারতজুড়ে মোদিবিরোধী ক্যাম্পেইন শুরুর একদিন পরেই গ্রেপ্তারের এ ঘটনা ঘটল।
আহমেদাবাদের পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং এর তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আপত্তিকর পোস্টারগুলি অননুমোদিত উপায়ে শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল।
গুজরাটের এএপি প্রধান ইসুদান বলেছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা দলের কর্মী। তিনি বিজেপিকে স্বৈরশাসক হিসেবে অভিযুক্ত করেছেন এবং গ্রেপ্তারের ঘটনায় বোঝা যায় বিজেপি ভয় পেয়েছে বলে জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে। এএপি দলের মোদি হটাও, দেশ বাঁচাও ক্যাম্পেই ভারতজুড়ে ১১টি ভাষায় চালু হয়েছে। ইংরেজি, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, তেলেগু, পাঞ্জাবি, বাংলা, কান্নাদা, মারাঠি ভাষায় পোস্টার ছাপানো হয়েছে।
Leave a Reply