নিজস্ব প্রতিবেদক // শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আজ শুক্রবার সকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ কারখানার মুল ফটকে টাঙিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, গত বুধবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশুলিয়ার জামগড়ার ফ্যাশন ফোরাম লিমিটেড কারখানার চার শ্রমিককে সকল পাওনাদি বুঝিয়ে দিয়ে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় পুরো কারখানাটি। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সংঘর্ষ এড়াতে আজ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো মালিকপক্ষ। এদিকে ঈদের আগে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের পাশাপাশি চরম অনিশচয়তায় মুখে পড়ে কারখানা কর্তৃপক্ষ।
কারখানার অ্যাডমিন ম্যানেজার কর্নেল (অব.) জুলফিকার বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
Leave a Reply