নিহতের নাম সেলিম মিয়া (৩৫)। তার মরদেহটি এখন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
নিহতের পরিবারের দাবি, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে তুলে নিয়েছিল। পরে স্থানীয়রা এলাকার এক রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সোনারগাঁ থানা পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি। থানার উপপরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এর বাইরে তারা কিছু জানেন না। র্যাবের সংবাদ সম্মেলন থেকে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
Leave a Reply