নিজস্ব প্রতিবেদকঃ নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের নূরানী শিক্ষা সম্মেলন সম্পন্ন হয়েছে। বরিশাল নূরানী মুয়াল্লিম প্রশিক্ষন কেন্দ্রে গত ১১ ও ১২ মার্চ দু’দিনব্যাপি এ সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের মহাপরিচালক আলহাজ্ব মাওলানা মাসীহ উল্লাহ আল মাদানী সাহেব দা,বা।
এসময় তিনি বলেন, নূরানী সিলেবাসে ইসলামের সর্ব দিক যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা এ শিক্ষা অর্জনের মাধ্যমে পরিপূর্ণভাবে ইসলাম সম্পর্কে জানতে পারছে।
এ শিক্ষা অর্জনের মাধ্যমে তারা দক্ষতাসম্পন্ন হয়ে উঠছে। শিশুদের ছোট থেকে আদর্শের বিষয়টি অনুধাবনের মাধ্যমে সঠিকভাবে শিখাতে হবে। তবেই তারা আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠবে। সেক্ষেত্রে অভিভাবকের পাশাপাশি শিক্ষকের উল্লেখযোগ্য ভুমিকা পালন করতে হবে।
এছাড়া নূরানী শিক্ষকরা শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদান করাচ্ছেন। এতে যেমন সঠিক ইসলামী শিক্ষা প্রসারিত হচ্ছে তেমনি অভিভাবকরাও তাদের সন্তানদের ইসলামের সঠিক শিক্ষায় অন্তর্ভুক্ত করতে পারছেন। এসময় মহাপরিচালক ইসলামী পহ্নায় চলতে নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা মোঃ কালিমুল্লাহ জামিল হোসেন , মুফতি মাওলানা মোঃ ফয়জুল্লাহ, মাওলানা মোঃ ইসমাইল বেলায়েত হোসেন, বরিশাল নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মাওলানা মোঃ আব্দুল কাদেরসহ বিভাগীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগ থেকে ২০২২ সালের ৩য় শ্রেনীর সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে টপটেন স্থান অর্জনকারী ১৭০ জনকে স্বীকৃতি স্মারকসহ সনদ ও উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল নূরানী মুয়াল্লিম প্রশিক্ষন কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব মাওলানা রফিউদ্দিন নজরুল।
Leave a Reply