প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বর মাসে লিবিয়া থেকে গ্রিসে প্রায় ৫০০ ব্যক্তিকে গ্রিসে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তা আল ফালাহ। যাদের মধ্যে ৩৩৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ১২৮ জন। অবশ্য পরবর্তীতে শাস্তির মেয়াদ কমিয়ে ২৮০ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো অবশ্য এই শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন, আল-ফালাহ নিজেই একজন অভিবাসী, যিনি অভিবাসী বহনকারী নৌকাটি চালাচ্ছিলেন। অবৈধ অভিবাসীপ্রত্যাশিদের বেশিরভাগই, সিরিয়া, মিশর, পাকিস্তান, সুদান এবং ফিলিস্তিনের নাগরিক।
২০২২ সালের নভেম্বরে ক্রিটের বন্দরে অভিবাসীভর্তি নৌকাটি ভিড়লে এই ৪৫ বছর বয়সী মিশরীয় জেলেকে নৌকাটি চালাতে দেখা যায়।
উপকূলের কাছে নৌকাটি ঝড়ো বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গ্রিক কোস্ট গার্ডে বিপদ সংকেত পাঠায় নৌকাটি। এরপর কোস্ট গার্ড নৌকাটিকে সাথে নিয়ে গ্রিসের উপকূলে ভেড়াতে সাহায্য করে।
Leave a Reply