রোববার ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বস্তাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস থানার দুলাল মিয়া (৫০) ও হোসাইন (১০)। তারা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
ভবেরচর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মো. রিয়াদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার ভোরে মাইক্রোবাসটি কুমিল্লার তিতাস যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের বস্তাকান্দি এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও প্রায় ছয়জন আহত হয়েছেন। তিনি আরও জানান, আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। নিহতদের মরদেহ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
Leave a Reply