
শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের ফ্লাইটে মাসকটের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব। দুপুর নাগাত ওমান পৌঁছে রাতেই ষ্টেজে উঠতে হবে তাকে।
মাসকট অ্যারেনায় আয়োজিত অনুষ্ঠানটির ট্যাগ লাইন ‘মাসকট বিটস’। অনুষ্ঠানে বড় চমক হিসেবে থাকবেন তিনি। প্রবাসী বাংলাদেশী ছাড়াও অনুষ্ঠানে বিদেশীদের জন্য অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা রাখা হয়েছে।
ওমান অটোমোবাইল এসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানটি ২ মার্চ শুরু হয়েছে। যেখানে বিদেশী শিল্পীরাও অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে দ্বিতীয় দিন বাংলাদেশের শিল্পীরা পারফর্ম করবে। যেখানে শাকিব খান ছাড়া আরো পারফর্ম করবেন সংগীত শিল্পী ন্যান্সি ও ইমরান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানটি শুরু হবে।