নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে দিনব্যাপী দেওয়ানী, ফৌজদারী ও ভূমি আইন বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নগরীর রুপাতলীতে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে তুষার কান্তি চৌধুরীর (ডিআরসি, প্রশিক্ষণ) সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্সটি পরিচালনা করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জাতীয় কমিশনার(বিধি) মো: আনোয়ারুল ইসলাম সিকদার (এনডিসি)।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতেরর বিধি বিভাগের পরিচালনায় ও বরিশাল অঞ্চলের ব্যবস্থাপনায় কোর্সে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ব্যরিস্টার মঈন ফিরোজী, জাতীয় উপ কমিশনার(বিধি), বাংলাদেশ স্কাউটস, মো: আসাদুজ্জামান উপ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সদস্য, বিধি বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস, অ্যাডভোকেট মো: মঞ্জুরুল ইসলাম, উপ পরিচালক(ভূ-সম্পত্তি) এবং উপ পরিচালক(বিধি) মো: মশিউর রহমান, বাংলাদেশ স্কাউটস।
ওরিয়েন্টেশন কোর্সে সার্বিক দায়িত্ব পালন করেন স্বপন কুমার দাস, আঞ্চলিক পরিচালক ও সম্পাদক, বরিশাল অঞ্চল। এসময় বরিশাল বিভাগের ৫০জন অংশগ্রহণকারী উক্ত ওরিয়েন্টেশন কোর্সে যোগদান করে।
Leave a Reply