আজ সোমবার ভারতের বন অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ছত্তিশগড়ের করবা জেলায় এক কৃষিজমিতে ঘটেছে এই ঘটনা। সাহসী এক মা তার সন্তানকে বাঁচাতে বন্য শূকরের সঙ্গে লড়াই করেছেন।
পাষাণ ফরেস্ট রেঞ্জ অফিসার রামনিবাস ডাহায়াত জানান, গতকাল রোববার তেলিয়ামার গ্রামে দুভাশিয়া বাই (৪৫) এবং তার মেয়ে রিঙ্কি পাশের একটি খামারে মাটি আনতে যান। যখন দুভাশিয়া কুড়াল নিয়ে মাটি খনন করতে ব্যস্ত তখন হঠাৎ একটি বন্য শূকর সেখানে আসে। শূকরটি রিঙ্কির দিকে আসতে থাকে। এরপর দুভাশিয়া তার সন্তানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে কুড়াল দিয়ে শূকরের মুখোমুখি হন।
এরপর শূকরের সঙ্গে দুভাশিয়ার লড়াই চলে, একপর্যায়ের শূকরটিকে মেরে ফেলতে সক্ষম হলেও তিনি ততক্ষণে গুরুতর আহত হয়ে যান এবং পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ওই কর্মকর্তা আরও জানান, ওই নারীর মৃত্যু হলেও রিঙ্কির কোনও ক্ষতি হয় নি। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ওই নারীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply