নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ৩দিন ব্যাপি স্কাউট আন্দোলনের ৫২তম কমিশনার কোর্স শুরু হয়েছে। গতকাল নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলীর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্সের আনুষ্ঠানিকতা শুরু হয়।
দুপুরের পর কমিশনার কোর্স বিষয়ক প্রশিক্ষণার্থীদের সম্যক ধারণা ও বিভিন্ন বিষয় উপস্থাপন করেন স্কাউটসের বরিশাল অঞ্চলের পরিচালক ও সম্পাদক স্কাউটার স্বপণ কুমার দাস (এল, টি)। এছাড়া শুরু হওয়া কোর্সের লিডার হিসেবে রয়েছেন বরিশাল অঞ্চলের উপ-কমিশনার (প্রশিক্ষণ) তুষার কান্তি চৌধুরী। এছাড়া কোর্সের দায়িত্বে রয়েছেন স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা মোঃ আব্দুস ছাত্তার, বরিশাল অঞ্চলের সহ-সভাপতি স্কাউটার আব্দুস সোবহান, আঞ্চলিক উপ-কমিশনার স্কাউতার দেবাশীস হালদার, কবি জীবনানন্দ দাশ ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক স্কাউটার প্রণব কুমার মন্ডল, পিরোজপুরের মুল্যগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার কাজী ফাহিমা আক্তার মুন্নি, বরিশাল অঞ্চলের স্কাউটসের যুগ্ন সম্পাদক স্কাউটার মোঃ ফারুক আলম।
উল্লেখ্য, কোর্সটিতে প্রশিক্ষণার্থী রয়েছেন ৩৫ জন । ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৫২তম এ কমিশনার কোর্স চলবে বলে জানাযায়।
Leave a Reply