স্থানীয়রা জানায়, দুপুরের দিকে হাতিলা গ্রাম থেকে ৫ থেকে ৬ জন যুবক নওগাঁ গ্রামের পৌলী নদীর পাড়ে টিকটক করতে যায়। এ সময় টিকটক করার জন্য সবাই একসঙ্গে নদীতে ডুব দেয়। এ সময় ডুব দিয়ে সবাই উঠলেও অপু (২২) নামের এক যুবক নদীতে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবরিরা নদীতে তল্লাশি চালিয়ে অপুর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া জানান, স্থানীয়রা হটলাইন নম্বর থেকে কল করলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট উদ্ধার কাজ করে ডুবরি দল। পরে লাশ উদ্ধার করতে সক্ষম হই। এরপর অপুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply