নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর নিউনেস ল্যাবরেটরী স্কুলে বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। সোমবার দিনব্যাপি অনুষ্ঠিত সফরে উৎফুল্ল ও উচ্ছ্বাসে অংশ নেয় শিক্ষার্থীরা। এছাড়া এতে যোগ দেয় শিক্ষার্থীদের অভিভাবকরাও। সফর শেষে শান্তিপূর্ণভাবে নিজ গন্তব্যেও ফেরেন তারা।
জানাযায়, এবারে প্রতিষ্ঠানটির উদ্যোগে শিক্ষার্থীদের নয়নাভিরাম স্থান সদর উপজেলার রায়পাশা-কড়াপুর এলাকায় স্থাপিত নিসর্গ পার্কে পরিদর্শন করানো হয়। এতে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে।
দিনব্যাপি কর্মসুচীর অংশ হিসেবে শিক্ষার্থীদের বিনোদনে পার্কটিতে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি নানা প্রতিযোগীতায় অংশ নেয় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবরাও। সফরের প্রথমার্ধে তারা হাড়ি ভাঙ্গা , বল নিক্ষেপ , বল ধরা, দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
এরপর দুপুরের পর অনুষ্ঠানের দ্বীতিয়ার্ধে সাংস্কৃতিক প্রতিযোগীতায় ও র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে প্রতিষ্ঠানটির সফর ঘিরে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে।
কোমলমতি শিক্ষার্থীরা জানায়, স্যাররা ঘুরতে নিয়ে এসেছেন। আমাদের এখানে ভালই লাগছে। খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। পড়াশুনার ফাঁকে একটু ঘুরতে আসতে পেরে আমরা আনন্দিত।
এক অভিভাবক জানান, পড়াশুনার ফাঁকে শিক্ষার্থীর মানসিক বিকাশে খেলাধুলাসহ বিনোদনের ধরকার। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ প্রশংসনীয়। সফর বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, ভ্রমণের উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষা ক্ষেত্রে এর অনেক প্রয়োজনীয়তাও রয়েছে। ভ্রমণ বর্তমানে শিক্ষার একটি অপরিহার্য অঙ্গরূপে স্বীকৃত পেয়েছে। কারন একমাত্র ভ্রমনেই শিক্ষার্থীরা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, ভৌগলিক পরিচিতি হওয়ার সুযোগ লাভ করে থাকে। ভ্রমণে শিক্ষার্থীদের পৃথিবী সম্পর্কে অনেক কিছু ভাবতে শিখায়।
ভ্রমণে রয়েছে দেশ প্রেমও। আমরা প্রতিবারের ন্যায় এবারেও সে আয়োজনই করেছি। শিক্ষা সফর শুধু বিনোদনের জন্য নয় সেখান থেকেও শিক্ষার্থীদের শেখার বিষয় থাকতে হবে। তারা ইতিবাচক দিকে উদ্বুদ্ধ হয়ে দেশ প্রেম ও আদর্শ সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা সফরে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী, ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply