নিজস্ব প্রতিবেদক // চারিদিকে খবর চাউর হচ্ছে, পিএসজিতে সুখে নেই লিওনেল মেসি। তাই ভবিষ্যতে প্যারিসের দলটির হয়ে খেলার ব্যাপারে নিশ্চিত নন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী তারকা। তবে প্রশ্ন উঠেছে পিএসজি ছেড়ে কোথায় পাড়ি দেবেন তিনি?
গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ বেশ নাম করেছে। তারা ইউরোপে খেলা অনেক তারকাকে খেলিয়েছে। এই লিগের অন্যতম দল ইন্টার মায়ামি। গুঞ্জন রয়েছে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন মেসি।
চলতি বছরের মে মাস পর্যন্ত পিএসজির হয়ে চুক্তি রয়েছে মেসির। নতুন চুক্তি করতে অবশ্য লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা উঠেপড়ে লেগেছে।কিন্তু ফ্রান্সের শীর্ষ গণমাধ্যম এল’কিপ বুধবার জানিয়েছে, ফ্রান্সের থাকার ব্যাপারে মেসি নিশ্চিত নন এবং তার পরবর্তী গন্তব্য হিসেবে ইন্টার মায়ামি এগিয়ে রয়েছে।
এই ইন্টার মায়ামির আবার অন্যতম মালিক ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। আর এই দলের কোচের ভূমিকায় রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফিল নেভিল।
Leave a Reply