নিজস্ব প্রতিবেদক
বরিশাল অঞ্চলের স্কাউট সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩ টায় নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও ডেপুটি ন্যাশনাল কমিশনার (ডিএনসি) জাতীয় উপকমিশনার সংগঠনের বাংলাদেশ স্কাউটের দায়িত্বে থাকা এস, এম ফেরদৌস।
এসময় বরিশাল অঞ্চলের স্কাউট কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার বিষয় তুলে ধরেন জেলায় দায়িত্বে থাকা নেতৃবৃন্দরা। যুগ্ন সচিব তাদের নানাবিধ দিকনির্দেশনা ও পরামর্শসহ বিসয়গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার এস এম তাজুল ইসলাম, জেলার ডিআরসি ট্রেনিং তুষার কান্তি চৌধুরী, ডিআরসি প্রোগ্রামের দেবাশিস হালদার, জেলার রোভার স্কাউটের সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ স্কাউট দলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক পরিচালক স্বপণ কুমার দাস।
Leave a Reply