ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহতরা হলেন- সিএনজি চালক ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের আমজাদ হোসেন ,শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হোসেন, ক্ষেতলাল খাদ্যগুদাম মহল্লার শাহনাজ পারভিন, ক্ষেতলাল উপজেলার বিআরডিবি অফিসের মাঠকর্মী শাহিনুর আক্তার ও নওগাঁর ধামুরহাটের নসীরপুর সাদরালপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।
আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহানকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষেতলাল থানার ওসি রাজিবুল হাসান জানান, জয়পুরহাট থেকে ৬ জন যাত্রী নিয়ে সিএনজিটি ক্ষেতলালের দিকে যাচ্ছিল। পথে মালিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও তিনজনের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিহতদের দেখতে যান জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
Leave a Reply