গত ১৪ জানুয়ারি দিবাগত রাতে নারায়নগঞ্জ জেলাধীন সোনারগাঁওয়ের গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হলেও আজ মঙ্গলবার বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার দুপুরে ডিএমপির মিরপুর বিভাগের ডিসি জসীম উদ্দিন মোল্লা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার জসিম ঢাকার শীর্ষ মোটরসাইকেল চোর। গত ১০ বছরে তিনি চুরি করেছে পাঁচ শতাধিক মোটরসাইকেল। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
ডিসি বলেন, গ্রেপ্তার জসিম দিনে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন। আর রাতে মোটর সাইকেল চুরি করতেন। জসিম মূলত রাতে বাসাবাড়ির পার্কিংয়ে রাখা মোটর সাইকেলই চুরি করেন। দিনে কিংবা সড়কে চুরি করলে ধরা পরার ঝুঁকি বেশি থাকে তাই রাতেই চুরি করে। দিনে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর কারণে কেউ তাকে সন্দেহ করে না।
১০ বছরে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি জসিম মোটরসাইকেল চুরি শুরু করেন ২০১৩ সাল থেকে। তার ভায়রা-ভাই শাহ আলমের সাথে থেকেই তার এই পেশায় আসা। কিন্তু কিছুদিনের মধ্যে তিনি নিজেই একটা গ্রুপ তৈরি করে ফেলেন। বর্তমানে ৭ জন থাকলেও তার গ্রুপে মোট ২০ জন কাজ করে। পুরো ঢাকা শহরেই তারা চুরি শুরু করে। গত ১০ বছরে ঢাকা শহরে তার গ্রুপ পাঁচ শতাধিক চুরি করেছে।
গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে যান ১০ বার। সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে কারাগার থেকে ছাড়া পান। জেল থেকে বের হয়ে আবারও মোটরসাইকেল চুরি করতে গিয়ে গ্রেপ্তার হন।
চার ভাইয়ের দুইভাই ক্রসফায়ারে নিহত
পুলিশ জানায়, জসিমের বাবা একজন কৃষক। মাদারীপুর জেলার বেলদারহাট গ্রামের বাড়িতে কৃষি কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু তার ছেলেরা সবাই অপরাধ জগতে বেপরোয়া। জসিমের বড়ভাই ডাকাত হানিফ ২০১৮ সালে এবং তার ছোট ভাই ডাকাত ইয়াসিন ২০১৪ সালে অপরাধ মূলক কর্মকাণ্ডে গিয়ে মারা যান বলে জানা যায়।
Leave a Reply