নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় সড়ক দুর্ঘটনায় নাইম (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের চরনলুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ১৮নং চরনলুয়া কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং সে ওই এলাকার মোঃ শাহাবুদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদশীর জানায়, বুধবার সকাল ১০ দিকে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল নাঈম। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিকশায় তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে নাঈম মারাত্বকভাবে আহত হয়। পরে স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশাটি আটক করে। তবে অটোরিকশা চালক পালিয়ে গেছে। ১৮ নং চরকলমি কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন আখন জানান, স্কুল খোলা টাইমে রাস্তা দিয়ে নাঈম স্কুলে আসছিল। রাস্তা পারাপার হতে গিয়ে নাঈম দুর্ঘটনার শিকার হয়। দক্ষিণ আইচা থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply