প্রশ্ন: যানবাহনের সিটে হেলান দিয়ে ঘুমালে অজু ভেঙে যাবে কি?
উত্তর: বাস, ট্রেন, প্রাইভেটকার ইত্যাদি যানবাহনের সিটে হেলান দিয়ে যদি এমনভাবে ঘুমায় যে, হেলান দেওয়ার বস্তু সরিয়ে ফেললে সে পড়ে যাবে, তাহলে ওজু ভেঙে যাবে।
ফকিহুন নফস রশীদ আহমদ গাঙ্গুহী (রহ.) এবং ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরী (রহ.) বলেন, বর্তমানে মানুষ শারীরিকভাবে দুর্বল এবং তারা প্রচুর পরিমাণে আহার করে থাকে ফলে পেটের ভেতর গ্যাস সৃষ্টি হয় এবং ঘন ঘন বায়ু বের হয়। ফলে ঘুমিয়ে পড়লে কখন যে তার বায়ু বের হয়ে যায় অনেক সময় সে তা টেরও পায় না। তাই প্রশ্নের বর্ণিত অবস্থায় ওজু ভঙ্গ হয়ে যাওয়ার ফতোয়া দেওয়াই সর্বোচ্চ সতর্কতা হিসেবে গণ্য হবে।
সূত্র: আল কাওকাব আদ্দুররী ১/৫ ,ফয়জুল বারী১/৪০৮ (আশরাফিয়া), ফাতাওয়া হিন্দিয়া ১/৬৩(জাকারিয়া), ফাতাওয়া শামী ১/২৯৬(মাকতাবাতুল আযহার), বাদায়েউস সানায়ে ১/১৩৫(জাকারিয়া, ফতহুল ক্বাদীর ১/৪৯(জাকারিয়া), আল মুহিতুল বুরহানী-১/২৬, ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া ১/৬৯৮
উত্তর দিয়েছেন- মুফতি সাদেকুর রহমান, মুফতি ও মুহাদ্দিস, শেখ জনূরুদ্দীন (র.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া ঢাকা।
Leave a Reply