নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও মাধ্যমিকে ২০১০ সাল থেকে টানা ১১ বছর বিনা মূল্যে বই দেওয়া হচ্ছিল উৎসব করে। কিন্তু করোনার কারণে গত দুই বছর সেই উৎসবে ছেদ পড়েছিল। করোনা নিয়ন্ত্রণে আসায় এ বছর আবারও সারা দেশের স্কুলগুলোতে হয়েছে বই বিতরণ উৎসব।
নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসের যেন কোন কমতি ছিলনা শিক্ষার্থীদের মাঝে। সারাদেশের ন্যায় বরিশালেও উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। সরকারী-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই প্রাপ্তি যেন আনন্দ উচ্ছ্বাসে পরিণত হয় শিক্ষার্থীদের মাঝে।
এরই ধারাবাহিকতায় এবার নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা সেই উচ্ছ্বাস-উন্মাদনায় মেতে ওঠে নগরীর রুপাতলী হাউজিং এলাকায় চলমান স্বনামধন্য নিউনেস ল্যাবরেটরী স্কুলে। নতুন বছরের প্রথম দিকেই কোমলমতি শিক্ষার্থীরা বই পেয়ে উচ্ছ্বাসে আত্নহারা হয়ে পড়ে।
৫ জানুয়ারী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে নতুন বই তুলে দেন। এসময় শিক্ষার্থীদের মাঝে নতুন বইয়ের ঘ্রানে প্রাণ চাঞ্চল্যতাও লক্ষ্য করা যায়।
প্রতিষ্ঠানটিতে পড়ুয়া কোমলমতি কয়েকজন শিক্ষার্থী জানায়, স্যাররা নতুন বছরে আমাদের নতুন বই দিয়েছেন। আমরা খুবই আনন্দিত । এখন থেকেই পরীক্ষার জন্য পড়াশুনা শুরু করে দিতে পারব। এদিকে এক শিক্ষার্থীর অভিভাবক জানান, প্রতিষ্ঠানটি বছরের প্রথম দিকেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়েছে। এতে যেমন শিক্ষার্থীদের মধ্যে পড়াশুনার আগ্রহ বাড়বে তেমনি তারা পরীক্ষায়ও ভাল ফলাফল করবে। ৫ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীর এক অভিভাবক জানান, নতুন বছরের প্রথম দিকে আমাদের সন্তানের হাতে বই তুলে দেয়ায় প্রতিষ্ঠানের দায়িত্বরতদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি। বছরের শুরুতেই শিশুরা পড়াশুনার প্রস্ততি নিতে পারবে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ । তিনি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের ব্যবস্থা করেছেন। পাশাপাশি আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, ‘নিউনেস ল্যাবরেটরী স্কুল’ প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছে। শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা প্রদানের পাশাপাশি আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে প্রতিষ্ঠানটি ভুমিকা রাখছে বলে জানিয়েছে সচেতন মহল।
Leave a Reply