নিহতরা হলেন ফজুলল (৪০) নাসির (৪৫) ফাহিম (২১) ও রাজু (৩৫)। হতাহতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার কলমা আঞ্চলিক সড়কের কলমার ঢাল এলাকার অরুনাপল্লির সামনে এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮ টার দিকে সাভারের ওই এলাকায় লেগুনা ও মিনিবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় মোট ৯ জন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।
এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে মোট ৯ জন রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার।
তিনি আরও জানান, বাকিদের অবস্থা আশঙ্কাজনক। আমরা রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি। সাভার মডেল থানার পুলিশ বলেন আহতদের উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
Leave a Reply