বিশেষ প্রতিনিধি // বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের মা রিজিয়া বেগমের (৮৫) রুহের মাগেফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর সোমবার বাদ আসর বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুলখানির এ দোয়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান,বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান,বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জাহাঙ্গির হোসেন,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উজিরপুর উপজেলা চেয়ারম্যান আ.মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াসউদ্দিন,বানারীপাড়া থানার ওসি এস এম মাসুদ আলম চৌধুরী,ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন,উজিরপুর থানার ওসি কামরুল হাসান, ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, অধ্যাপক জাকির হোসেন ও অধ্যাপক আশরাফুল হাসান সুমন,সাবেক যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,মাষ্টার সিদ্দিকুর রহমান,সৈয়দ মজিবুল ইসলাম টুকু,শহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুধা ও সাইফুল ইসলাম শান্ত,সাবেক চেয়ারম্যান আ.মন্নান মৃধা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কাওসার হোসেন ও কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ.রহিম সরদার,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস, যুবলীগ নেতা মহসিন রেজা,সুমম রায় সুমন,তপু খান,মশিউর রহমান খান,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সোহাগ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। বরিশাল চকবাজার এবাদুল্লাহ জামে মসজিদের খতিব নুর রহমান বেগ দোয়া মোনাজাত পরিচালনা করেন।
প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর শনিবার ভোর সাড়ে ৪টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় এমপি শাহে আলমের মা রিজিয়া বেগম (৮৫) ইন্তেকাল করেন । তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্জ বিবৃতি দিয়েছেন ।
Leave a Reply