বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত থেকে তাকে আটক হয়। আটককৃত শামীম ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলে নোহাহাটি এলাকার আব্দুল জেলালের ছেলে।
১৫ বিজিবির দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার সওদাগর মিয়া বলেন, ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দইখাওয়া কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বিজিবির টহলরত সদস্যরা তাকে আটক করেন।
Leave a Reply