হত্যাকাণ্ডের তথ্য ফাঁস হওয়ার পর পুলিশ আর্থ মুভার দিয়ে কূপের মধ্য থেকে টুকরো দেহ উদ্ধার করেছেন। অভিযুক্ত ভিথলা কুলালিকে গ্রেপ্তার করেছেন দেশটির পুলিশ। তাকে বর্তমানে বিচারিক কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বর ভিথলার (২০) বিরুদ্ধে তার বাবা পরশুরাম কুলালিকে (৫৩) হত্যার অভিযোগ ওঠে। পুলিশ বলছে, পরশুরাম নিয়মিত মাতাল হয়ে তার দুই ছেলের মধ্যে ছোট বিথলাকে গালিগালাজ করত, নির্যাতন চালাতো। পরশুরামের স্ত্রী এবং তার বড় ছেলে অন্যত্র বসবাস করেন।
গত মঙ্গলবার ভিথলা তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে আয়রনের এক রড দিয়ে বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ। এরপর তার বাবার দেহ ৩২ টুকরো করে তাদের নিজেদের ফার্মের এক কূপের মধ্যে ফেলে দেয়। পুরো এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
Leave a Reply