মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দুপুর ২টার পর সমাবেশ শুরু হয়।
সমাবেশের শুরু আগে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন পার্টি অফিসের সামনে। তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুলসহ সব গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে যাচ্ছেন।
প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের ভিআইপি সড়কের দক্ষিণ পাশের রাস্তা বন্ধ রয়েছে। এতে নয়াপল্টনের আশপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।
সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বাহিনীকে কঠোর অবস্থায় দেখা গেছে।
১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে ১৩ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
Leave a Reply