বার্তা পরিবেশক, মেহেন্দিগঞ্জ // “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, সবার জন্য ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’’ এই স্লোগানকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহফুজুল আলম লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোঃ শরীফা আক্তার, সহকারী কর্মকর্তা ফাহিমা খানম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রেস ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে সমাজে নারীদের অবদান এবং মানব সভ্যতায় নারীদের অপরিহার্য এবং অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করেন। আলোচনা সভা শেষে ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ কর্মসূচীর আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলায় নির্বাচিত জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
Leave a Reply