কাতার বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে একাদশ সাজান পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। তার জায়গায় দলে জায়গা পান তরুণ স্ট্রাইকার গনসালো রামোস। আর জায়গা পেয়েই হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখলেন তিনি।
গতকাল মঙ্গলবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন পর্তুগাল স্ট্রাইকার গনসালো রামোস। কাতারে আগেও দুই ম্যাচ খেলেছিলেন। কিন্তু পাননি গোলের দেখা। তবে লুসাইলে এসে যেন ষোলো কলা পূর্ণ করলেন তিনি। এই ম্যাচে তার দল ৬-১ ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ডকে।
ম্যাচের ১৭ মিনিটে রোনালদোর পরিবর্তে মাঠে নামা গনজালো মাতিয়াস রামোস পর্তুগালকে ১-০ এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল দ্বিগুণ করেন রামোস। ম্যাচের ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে দলের ব্যবধান বাড়ান। আর ৬৭ মিনিটে গিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক এটি।
গঞ্জালো রামোস পর্তুগীজ লিগে বেনিফিকার হয়ে খেলেন। এই মৌসুমে তিনি ক্লাবের হয়ে ১৪টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন আরও ছয়টি। বেনফিকার হয়ে সিনিয়র পর্যায়ে ৪৫ ম্যাচ খেলে ২০টি গোল করেছেন।
বেনফিকার যুব একাডেমি থেকে উঠে এসেছেন রামোস। ধাপে ধাপে যুব পর্যায়ে নিজেকে প্রমাণ করে সিনিয়র দলের অন্যতম গুরুত্বপূর্ণ নাম হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।
Leave a Reply