বুধবার সকাল ৮টার দিকে বিরামপুরের রেল ডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সোহেল রানা (৩৮) ও সেলিনা বেগম (২৮)।
নিহত সোহেল রানা দিনাজপুর শহরের রেলওয়ে কলোনীর লোকমান আলীর ছেলে। আর সেলিনা বেগম দিনাজপুর শহরের বালুবাড়ীর রুস্তম আলীর স্ত্রী।
পুলিশ জানায়, দিনাজপুর শহর থেকে সোহেল রানা ও সেলিনা বেগম মোটরসাইকেল যোগে ঘোড়াঘাটে যাওয়ার পথে বিরামপুরের রেলডাংগা মোড়ে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বিআরটিসি বাস চাপা দিলে আহত অবস্থায় তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।
এদিকে জেলার বীরগঞ্জের ভুল্লির হাট কমিপুর মোড়ে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে হযরত আলী (৫৫) নামে অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ।
নিহত হযরত আলী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের আলহাজ্ব আব্দুল মতিনের ছেলে ।
দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply