ককটেল বিস্ফোরণে আহত নেতা-কর্মীরা হলেন,আবুল বাশার (৬০), আলা উদ্দিন হাওলাদার (৩০), বেলায়েত হোসেন (৪৪), সুমনফরাজী (৩৯)।
বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানান, বালিপাড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে নেতা-কর্মীদের নিয়ে কর্মী সভার মিটিং করতেছিলাম। এরই মধ্যে অফিসের পাশে চারটি ককটেল বিস্ফোরণ হয়। এতে ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা-কর্মী আহত হয়েছে। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান,রাতে ঘটনাস্থাল থেকে ককটেল বিস্ফোরিত কয়েকটি খোসা উদ্ধার করা হয়।এছাড়া আরও ৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জরিত থাকার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ ও সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা আইনে মামালার প্রস্তুতি চলছে।
Leave a Reply