প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৭:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২২, ৩:১৬ এ.এম
নয়াপল্টনে সমাবেশ করা থেকে ফিরে আসবে বিএনপি, আশা আইজিপির

নিজস্ব প্রতিবেদক // ঢাকায় বিএনপির সমাবেশে নাশকতার কোন সুনির্দিষ্ট তথ্য নেই। তবে সব শঙ্কা মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সকালে রাজধানীর রাজারবাগ পুলিশলাইন অডিটোরিয়ামে পুলিশের কৃতি সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পুলিশ প্রধান বলেন, বিএনপি তাদের দলীয় কার্যালয় থেকে সরে এসে সমাবেশ করবেন।
বিশেষ অভিযানের নামে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিএনপির অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, পুলিশ নিয়মের ভেতরে থেকেই গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে, তবুও তাদের অভিযোগ খতিয়ে দেখার কথা বলেন আইজিপি।
Copyright © 2025 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.