এ ইউনিয়নে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল করার বিষয়টি বেশ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। তার স্ত্রী আছমা আক্তার লাকী গৃহিণী।
মুখলিছ মিয়া বলেন, ‘আমার স্ত্রী নিজের ইচ্ছায় মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রয়োজনে প্রত্যাহারও করে নিতে পারেন।’ যদিও তিনি তার স্ত্রীকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করিয়েছেন বলে একটি সূত্র দাবি করেছে।
এ ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
Leave a Reply