জামান উদ্দিন পেশায় ভ্যানচালক ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তিনি রাজধানীর শাজাহানপুর রেলওয়ে কলোনি এলাকায় থাকতেন। তার বাবা’র নাম মৃত দিলার উদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় পরে ছিলেন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত পৌনে ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মেহেদী হাসান আরও বলেন, ‘নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
Leave a Reply