বৃহস্পতিবার জয়পুরহাটে থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি। বাইরের কোনো বাসও জয়পুরহাটে প্রবেশ করেনি। ঢাকাগামী কোচগুলোও সকাল থেকে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এদিকে বাস না চলায় নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা। তাই অটোরিকশা, সিএনজি, মাইক্রেবাসসহ অন্যান্য ছোট বাহনে গন্তব্যে যাচ্ছেন তারা। এজন্য বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। বাস বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে।
রাজশাহী বিভাগীয় পরিবহন ফেডারেশনের সভাপতি ও জয়পুরহাট মটরশ্রমিক ইউনিয়ের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানান, মহাসড়কে নছিমন, করিমন, ভটভটির মতো অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। বেঁধে দেয়া সময়ের মধ্যে তাদের দাবি পূরণ হয়নি। তাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
Leave a Reply