রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— হাফিজা বেগম, তার স্বামী মাসুদ রানা ও ১৪ বছরের মেয়ে সিমি। তারা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা।
ওসি কামাল হোসেন জানান, সকালে মেয়েকে মাদ্রাসায় রাখতে একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মা মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘণ্টার ব্যবধানে তারাও মারা যান।
Leave a Reply