নোমান চরখলিফার ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুল মোড় এলাকার বাসিন্দা। তিনি পাতারখাল মাছ ঘাটে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে চার যুবক নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন উদ্ধার হলেও পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা খুঁজেও তার সন্ধান পায়নি।
পরে নিখোঁজ নোমানের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
এ ঘটনায় দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) স্বরূপ কান্তি, সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেল ও সজিবকে বরখাস্ত করা হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মেঘনায় ভাসছিল যুবকের মৃতদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
Leave a Reply