বিনোদন প্রতিবেদক // ‘হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। আমি এই দলের ভক্ত। তাই আর্জেন্টিনাকে নিয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল। সেই থেকেই ভাবনাটি। কদিন আগে, বিপু ভাইয়ের কাছে ফটোশুট করছিলাম। উনি জিজ্ঞেস করলেন, “আমি কোন দল সাপোর্ট করি”, বললাম আর্জেন্টিনা। তখন আর্জেন্টিনার পতাকা জড়িয়ে পোশাক বানানো হলো।’ এভাবেই কথাগুলো বলছিলেন ঢাকাই সিনেমার নায়িকা মৌ খান।
এই নায়িকা আরও বলেন, ‘আমি মেসিকে পছন্দ করি। তার খেলা ভালো লাগে, তার পারসোনালিটি আমাকে আকর্ষণ করে। শুধু মেসিকেই সাপোর্ট করে যাব, জিতুক হারুক কোনো সমস্যা নেই।’
এদিকে মৌ খান ব্যস্ত আছেন ‘বাহাদুরী’ সিনেমার শুটিংয়ে। এতে তার বিপরীতে আছেন জায়েদ খান। এছাড়াও তার অভিনীত সাতটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে বলে জানান এই চিত্রনায়িকা।
Leave a Reply