বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বিতর্ক গায়ে লাগিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক সাক্ষাৎকারে জানিয়ে দেন, ক্লাবের কোচ, মালিক কেউই তাকে চান না। তবে এবার সব বিতর্ককে পাশে রেখে কাতার পৌঁছে গেলেন এই মহাতারকা। নিজের পঞ্চম ও সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে মরুর দেশে পা রাখলেন।
শুক্রবার রোনালদো ও তার জাতীয় দল সতীর্থরা কাতার পৌঁছান। দলের সবাই ছিলেন কোর্ট-প্যান্ট পরা। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে রোনালদোদের বহনকারী বিমান।
বিশ্বকাপে আসার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পর্তুগাল ৪-০ গোলে নাইজেরিয়াকে হারায়। তবে এ ম্যাচে পেটের সমস্যায় মাঠে নামতে পারেননি রোনালদো। তবে কাতারে বিমান থেকে নামার সময় তাকে দেখে অসুস্থ মনে হয়নি।
আগামীকাল বিশ্বকাপের পর্দা উঠছে। যেখানে ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন রোনালদোরা। গ্রুপ ‘এইচ’-এ পর্তুগালের অন্য প্রতিপক্ষরা হলো উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।
Leave a Reply