নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে রোভার স্কাউট গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। গত ৯ ও ১০ নভেম্বর দু’দিনে এ কর্মসূচী সম্পন্ন হয়।
অনুষ্ঠিত দীক্ষা অনুষ্ঠানে রোভার স্কাউটের সদস্যদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রকৌশলী মোঃ রুহুল আমিন।
এছাড়া প্রতিজ্ঞা পাঠ করান প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী পবিত্র কুমার হালদার।
এদিক ৯ নভেম্বর রাত ৮ টায় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। এছাড়া ১০ নভেম্বর রোভার স্কাউটে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে সকল কর্মসুচী সম্পন্ন করে দক্ষতা ও পারদর্শিতা ব্যাজ প্রদান করেন প্রকৌশলী পবিত্র কুমার হালদার।
এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ , সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।
রোভার স্কাউটদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রকৌশলী মোঃ রুহুল আমিন বলেন, রোভার স্কাউটদের সংকোচের মধ্য দিয়ে বের হয়ে আসতে হবে। প্রত্যেককে সামাজিক ইতিবাচক কর্মকান্ডে অংশগ্রহণ করা উচিত। সকলের আচরণে দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। নীতি আদর্শ বুকে ধারণ করে একজন নীতিবোধসম্পন্ন দুরদর্শী পর্যায়ে নিজেকে প্রস্তত করতে হবে। এসময় তিনি স্কাউট সদস্যদের নানা বিষয়ে আরও ইতিবাচক দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে বরিশালে পলিটেকনিক ইনস্টিটিউটে রোভার স্কাউট গ্রুপের স্কাউটস ওন অনুষ্ঠিত হয়। এবছর রোভার স্কাউট গ্রুপে অংশ নিতে দীক্ষা গ্রহণ করেন প্রতিষ্ঠানের ৪১ জন শিক্ষার্থী।
Leave a Reply